বিজনেস এর জন্য ব্রান্ডেড ইমেইল এড্রেস

বিজনেস এর জন্য ব্রান্ডেড ইমেইল এড্রেস খুব ইম্পরট্যান্ট। আমরা অনেকেই Gmail এর আইডি দিয়েই বিজনেস চালিয়ে নেই, শুরুর দিকে এটি তেমন সমস্যা না হলেও ধীরে ধীরে আপনার বিজনেস যখন বড় হতে থাকবে তখন নিজের বিজনেস এর নামে অর্থাৎ নিজের ডোমেইন এর সাথে নিজের নাম বা [email protected] .com বা [email protected] .com বা [email protected] .com নামে ইমেইল নাহলে প্রফেশনাল মনে হয়না।

অনেকেই এমন ইমেইল এড্রেস ব্যবহার করতে চান কিন্তু ঠিক জানেন না কিভাবে করা যায় বা এতে কত টাকা খরচ হয় বা ফ্রি তে কিভাবে ব্যবহার করা যায়।

এই ব্যাপারে আমরা অনেকেই জানি, অনেকেই ব্যবহার করি কিন্তু অনেকেই যারা আমরা নতুন এবং বেসিক আইডিয়াও নেই তারা এই পোস্টে কমেন্ট করুন। কোন প্রকার বাণিজ্যিক চিন্তা ভাবনা ছাড়াই সহযোগিতা পাবেন আশা করছি।

মোটামুটি ২ টি উপায়ে এমন ইমেইল ব্যবহার করা যায়- 
১। ফ্রিঃ এটি হতে পারে আপনার হোস্টিং প্যাকেজের সাথেই ইনক্লুডেড অথবা 3rd party কোন ইমেইল সার্ভিস প্রভাইডার যারা নির্দিষ্ট সংখ্যার ইমেইল পর্যন্ত ফ্রি বাবয়াহ্র করার সুযোগ দিয়ে থাকে। 
২। 3rd party এবং পেইড (মাসিক বা বাৎসরিক)

Requireemet:
আপনার অবশ্যই একটি ডোমেইন থাকতে হবে।